ad720-90

উল্টো ডিগবাজি দেবে এমআইটি’র রোবট


রোবটের উল্টো ডিগবাজি নতুন কিছু নয়। এর আগে ২০১৭ সালের নভেম্বর মাসে এই কসরত দেখিয়েছে বস্টন ডায়নামিকস-এর বড় অ্যাটলাস রোবট। কিন্তু মিনি চিতাই চার পায়ের প্রথম রোবট যা এমনটা করতে পেরেছে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আগের বছরের বড় চিতা রোবটের ছোট সংস্করণ হলো মিনি চিতা। ঘন্টায় সাড়ে পাঁচ মাইল বেগে ছুটতে পারে ২০ পাউন্ডের রোবটটি।

আগের রোবটগুলোর চেয়ে বন্ধুসুলভ চেহারা দেওয়া হয়েছে মিনি চিতাকে। লাফ দেওয়া, গড়িয়ে চলা বা মানুষের পাশাপাশি হাঁটতে পারে রোবটটি।

বস্টন ডায়নামিকস-এর স্পটমিনি রোবটের মতো এখন পর্যন্ত বাজারে আনার পরিকল্পনা নেই মিনি চিতা রোবট। আপাতত গবেষণা প্রকল্প হিসেবেই থাকছে এটি।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar