ad720-90

চীনে অনূর্ধ্ব ১৩ বয়সীদের জন্য নিষিদ্ধ পাবজি


আপাতত শুধু চীনে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে পাবজি– খবর আইএনএস-এর।

অনেকদিন ধরেই কম বয়সীদের খেলার সময় সীমিত করতে চীনে অনেক গেইমে নিষেধাজ্ঞা দিয়েছে টেনসেন্ট। এবার পাবজিতে ডিজিটাল লক আনায় ১৩ বছরের কম বয়সীরা গেইমটিতে প্রবেশ করতে পারবেন না।

তরূণদের গেইমের প্রতি আসক্তি কমানোর লক্ষ্যে চীনা সরকারের পদক্ষেপ সমর্থন করতেই গেইমে নিষেধাজ্ঞা আনছে টেনসেন্ট।

তালা হিসেবে ফেসিয়াল রিকগনিশন এবং প্লেয়ার আইডি চেক করার মতো ব্যবস্থা নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

তরূণরা গেইমটি কতোক্ষণ খেলতে পারবেন সে বিষয়ে এবং অনলাইনে জুয়া বা পর্নোগ্রাফি, জাতীয় রাজনীতি বা অন্যান্য ক্ষতিকর আচরণের কনটেন্ট ছড়ানো বন্ধ করতে গেইমের কনটেন্ট স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও সীমাবদ্ধতা দেওয়া হয়েছে।

২০১৭ সালের ডিসেম্বর উন্মোচন করা হয় মাল্টি-প্লেয়ার এই গেইমটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের যুক্ত করে রিয়েল-টাইমে একে অপরের সঙ্গে যুদ্ধ করতে দেয় গেইমটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar