ad720-90

এ বছরই এআর গ্লাস আনতে পারে অ্যাপল


কুয়ো’র দাবি অনেকদিন ধরেই এআর গ্লাস নিয়ে কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে বড় পরিসরে এর উৎপাদন শুরু হবে। আর ২০২০ সালে প্রথমার্ধে বাজারে আসবে গ্যাজেটটি– খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের।

অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে কুয়ো’র। ডিভাইসটি উন্মোচনের কথা বলা হলেও এটি ঠিক কীভাবে কাজ করবে তা স্পষ্টভাবে বলা হয়নি।

কুয়োর ধারণা, অনেকটা অ্যাপলওয়াচের মতো কাজ করবে এআর হেডসেটটি। আইফোনের ওপর অনেকটা নির্ভরতার কারণে আইফোন ছাড়া এটি ব্যবহার করা সম্ভব হবে না।

চোখের সামনে পর্দার ওপর তথ্য দেখানো হবে এআর গ্লাসটিতে। ইন্টারনেট সংযোগ, লোকেশন সেবা এবং কম্পিউটিংয়ের মতো ভারী কাজগুলো করা হবে আইফোনে। আর আইফোনের সঙ্গে হেডসেটটির যোগাযোগ হতে পারে ব্লুটুথের মাধ্যমে।

ইতোমধ্যেই আইওএস ডিভাইসে এআরকিট দিয়ে অগমেন্টেড রিয়ালিটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। ফলে হেডসেটের জন্যও এআর অ্যাপ বানাতে পারবেন ডেভেলপাররা।
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar