ad720-90

শত কোটির পথে উইন্ডোজ ১০


ল্যাপটপ, ডেস্কটপের পাশাপাশি, সারফেইস প্রো’র মতো হাইব্রিড এবং এক্সবক্স ওয়ান এক্স এবং স্মার্টফোনেও চলছে উইন্ডোজ ১০। চলতি বছরের শেষ দিকে অবশ্য স্মার্টফোনে উইন্ডোজ ১০ আপডেট দেওয়া বন্ধ করতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

৮০ কোটি গ্রাহক নিয়ে নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম এখন উইন্ডোজ ১০। তারপরও লক্ষ্যমাত্রা থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে এটি। ২০১৫ সালে উন্মুক্ত হওয়ার তিন বছরের মধ্যে উইন্ডোজ ১০-এর গ্রাহক সংখ্যা শত কোটিতে নেওয়ার লক্ষ্য ছিল মাইক্রোসফটের– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আগের বছরই জনপ্রিয়তায় উইন্ডোজ ৭-কে ছাড়িয়েছে উইন্ডোজ ১০। বর্তমানে ৪০ শতাংশের বেশি ডিভাইসে চলছে উইন্ডোজ ১০। ৩৮.৫ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উইন্ডোজ ৭।

অন্যদিকে ম্যাকওএস-এর সবচেয়ে জনপ্রিয় সংস্করণ ১০.১৪ মোহাভির দখলে রয়েছে পাঁচ শতাংশের কম ডিভাইস।
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar