ad720-90

ক্রোম লাইট আনলো গুগল


মঙ্গলবার গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়, “একটি পেইজ অপটিমাইজড কি-না তা দেখাতে ক্রোমের ইউআরএল বারে এখন বলা হবে যে, পেইজের লাইট সংস্করণ দেখানো হচ্ছে।”

গ্রাহক যদি ঘনঘন আসল পেইজটি লোড করে থাকেন তবে আলাদা আলাদা সাইট বা গ্রাহকভেদে লাইট পেইজ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে ক্রোম– খবর আইএএনএস-এর।

গুগলের পোস্টে আরও বলা হয়, “পেইজ লোডিং উন্নত করতে আমারা বিল্ট-ইন অপ্টিমাইজেশন ও গুগল সার্ভার ব্যবহার করেছি।”

‘পেইজস্পিড ইনসাইটস’ এবং ‘ওয়েবপেইজ টেস্ট’ টুলগুলো ব্যবহার করে ডেভেলপারদেরকে ওয়েব পেইজের কার্যকরিতা বাড়ানো এবং যাচাই করার কথা বলেছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar