ad720-90

ফোনের জন্য ১২জিবি র‍্যাম বানাচ্ছে স্যামসাং


বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা হয় চার গিগাবাইট বা আট গিগাবাইট র‍্যাম। গুগল পিক্সেল ৩তেও রয়েছে চার গিগাবাইট র‍্যাম। আর স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০-এ র‍্যাম আট গিগা।

গ্যালাক্সি এস১০ প্লাসের সিরামিক সংস্করণে আবার ব্যবহার করা হয়েছে ১২ গিগাবাইট র‍্যাম। কিন্তু এতে পুরানো ২০ ন্যানোমিটার প্রসেসের র‍্যাম মডিউল ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে প্রযুক্তি সাইট সিনেট জানাচ্ছে, নতুন ১২ গিগাবাইট চিপ মডিউলে ব্যবহার করা হয়েছে ১০ ন্যানোমিটার প্রসেসর। এর ফলে ডিভাইসের মধ্যে ব্যাটারির জন্য জায়গা বাড়বে এবং শক্তি খরচ কমাবে বলে দাবি করেছে স্যামসাং।

নতুন র‍্যাম মডিউলের কারণে স্মার্টফোনে পাঁচটির বেশি ক্যামেরা, বড় পর্দা, এআই এবং ৫জি আরও সহজে নিয়ন্ত্রণ করা যাবে। আর এতে মাল্টিটাস্কিং অভিজ্ঞতা  আরও ভালো হবে বলেও দাবি করেছে স্যামসাং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar