ad720-90

নিউ জিল্যান্ডে হামলার ১৫ লাখ ভিডিও সরিয়েছে ফেইসবুক


শুক্রবার ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় ওই মসজিদে হামলার ঘটনায় ৫০ জন নিহত ও প্রায় ৩৪ জন আহত হন। নিজের হেলমেটে লাগানো ক্যামেরা দিয়ে পুরো হামলার ঘটনা লাইভ স্ট্রিম করেছেন ব্রেন্টন ট্যারেন্ট নামের হামলাকারী।

হামলার কিছুক্ষণের মধ্যেই ফেইসবুকে ছড়িয়ে পড়ে ওই ভিডিও।

ফেইসবুকের পক্ষ থেকে এক টুইট পোস্টে বলা হয়, “প্রথম ২৪ ঘন্টায় আমরা বিশ্বজুড়ে হামলার ১৫ লাখ ভিডিও সরিয়েছি, আর আপলোডের সময় ১২ লাখ ভিডিও ব্লক করা হয়েছে।”

মসজিদে একাই হামলা করে ৫০ জনকে গুলি করে হত্যা করেন ট্যারেন্ট। পুরো হামলাটি ১৭ মিনিট ধরে লাইভ স্ট্রিম করা হয়। এখনও সামাজিক মাধ্যমগুলোতে এর কিছু কপি পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমটির পক্ষ থেকে আরও বলা হয়, ভিডিওটির সব এডিটেড সংস্করণও সরানো হচ্ছে।

নিউ জিল্যান্ডের প্রধান মন্ত্রী জাসিন্ডা অ’ডুর্ন লাইভ স্ট্রিমিং নিয়ে ফেইসবুকের সঙ্গে কথা বলতে চান বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar