ad720-90

কিছু cmd ট্রিক্স + ইন্সটল করুন জনপ্রিয় হ্যাকিং টুল aircrack-ng আপনার cmd এ।


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এমনিতেও ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে। আজকে আমি Windows operating system এর cmd এর কিছু ট্রিকস আপনাদের কাছে শেয়ার করবো। সাথে cmd এ কিভাবে ওয়াইফাই হ্যাকিং টুল Aircrack -ng ইন্সটল করব। তো চলুন পোস্ট শুরু করি।

Requirements

1. Windows PC

2. Mind

তো প্রথমে আপনার উইন্ডোজ বাটন এ ক্লিক করে cmd লিখে সার্চ দিয়ে ওপেন করুন।

তারপর কমান্ড এ লিখুন color a. এতে আপনার cmd এর কালার পরিবর্তন হবে।

এখন ধরুন আপনি অনেক কমান্ড লিখেছেন। এখন সেগুলো ক্লিয়ার করতে চাচ্ছেন। তাহলে শুধু লিখুন cls এটা লিখলে পুরো টার্মিনাল ক্লিয়ার হয়ে যাবে।

এখন ধরুন আপনার এক বন্ধু বাসায় এসেছে এবং আপনার পিসি চালাতে চাচ্ছে কিন্তু আপনি দিতে চাচ্ছেন না ত তাহলে কি করবেন? cmd ওপেন করে টাইপ করুন taskkill /IM explorer.exe /f

এটা টাইপ করলে আপনার ডেক্সটপ ব্লাঙ্ক হয়ে যাবে নিচের মত।

এখন আপনার বন্ধু কোনো কিছু করতে পারবে না। আবার পুর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে কীবোর্ড এর CTRL + SHIFT + ESC বাটন একসাথে চাপুন।

তাহলে টাস্ক ম্যানেজার ওপেন হবে। এখান থেকে ফাইল এ ক্লিক করুন।

তারপর New task এ ক্লিক করুন।

EXPLORER.exe লিখে এন্টার প্রেস করুন। ব্যাস কাজ শেষ।

এখন আপনি ওয়াইফাই হ্যাক করতে চাচ্ছেন। ওয়াইফাই এর সিকিউরিটি অনেক বেশি তাই আন্ড্রয়েড দিয়ে কাজ হবে না। আপনার পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে কিন্তু লিনাক্স ইন্সটল দিতে পারছেন না। কোনো সমস্যা নেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে cmd এ Aircrack ng ইন্সটল দেওয়া যায়। এটা একটা জনপ্রিয় হ্যাকিং টুল এবং প্রায় সবাই এর নাম জানে। ত চলুন শুরু করি।

প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড দিন। তারপর নিচের মত ফাইলটি extract করুন।

তারপর যে ফোল্ডারটি পাবেন সেটা local disk C > Programfiles এ গিয়ে পেস্ট করুন।

তারপর তারপর ফাইল এর ভিতরে যান। bin ফাইল এ জান। আপনার পিসির বিট অনুযায়ী ফোল্ডার এ জান। তারপর লোকেশানটি কপি করুন।


তারপর ডেক্সটপ এ এসে This PC/My computer এ মাউস নিয়ে রাইট বাটন এ ক্লিক করে Properties এ ক্লিক করুন।

তারপর Advanced System settings এ ক্লিক করুন।

তারপর Environment Variables এ ক্লিক করুন।

তারপর new বাটন এ ক্লিক করুন।

তারপর variable name এ PATH লিখুন এবং value এ কপি করা লোকেশানটি পেস্ট করুন। তারপর ওকে ক্লিক করুন।

তারপর cmd ওপেন করুন Run as adminstrator দিয়ে। তারপর কমান্ড দিন aireplay-ng এবং এন্টার এ ক্লিক করুন। তারপর দেখুন।

তো আশা করি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন পোস্টটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তি পোস্ট এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশে থাকুন। খোদা হাফেজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar