ad720-90

নতুন আইওএস আপডেট আনলো অ্যাপল


নতুন এই আপডেটে যোগ হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির নিবন্ধনভিত্তিক সংবাদ সেবা ‘অ্যাপল নিউজ প্লাস’। বেশ কিছু ম্যাগাজিন এবং অন্যান্য প্রিমিয়াম সংবাদ পাওয়া যাবে এই সেবায়। তবে সেবাটির জন্য গ্রাহককে গুণতে হবে মাসে ৯.৯৯ মার্কিন ডলার– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

আইওএস ১২.২তে আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে এআই অ্যাসিস্টেন্ট সিরিতে। এবার আইওএস ডিভাইস থেকে সিরির মাধ্যমে অ্যাপল টিভিতে ভিডিও চালু করতে পারবেন গ্রাহক। ফলে সিরির মাধ্যমেই অ্যাপল টিভি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই সুবিধা পেতে অ্যাপল টিভির সফটওয়্যার ১২.২ সংস্করণে আপডেট করার কথা জানিয়েছে অ্যাপল।

আগের ধারণা মতো আইওএস ১২.২ আপডেটে যোগ হয়েছে অ্যাপলের নতুন প্রজন্মের এয়ারপডস সমর্থন। এছাড়া নতুন চারটি অ্যানিমোজি যোগ করা হয়েছে এতে।

নতুন আপডেটে সফটওয়্যারের কিছু ত্রুটিও সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar