ad720-90

১৯-২১ এপ্রিল শুরু হচ্ছে বেসিস সফট এক্সপো । নিবন্ধন করবেন যেভাবে………


আসসালামু আলাইকুম

ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পোস্টে।


আপনাদের কাছে আশা করছি………..

  • আমার পোষ্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে নেবার সুযোগ দিবেন।
  • পোস্ট যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন
  • (অনুরোধ সকলের কাছে) অবশ্যই বাজে মন্তব্য করবেন না
  • যদি না বুঝে থাকেন তাহলে বারবার জিজ্ঞাসা করুন আমি বুঝিয়ে দেবার চেষ্টা করব।
  • যদি পোস্ট কপি করেন তাহলে আমার ও সাইটের ক্রেডিট দিবেন
  • অনেকে আজে বাজে মন্তব্য করে থাকে,তাদের বলছি এগুলো বন্ধ করুন
  • কপি পোস্ট বললে তার প্রমান দিবেন,আর আপনার কথাটা ব্যার্থ কারন আমি কপি পোস্ট করি না
  • এবং একটি ভালো কমেন্ট
  • পোস্ট টা যখন এত সময় ধরে লিখতে পারছি
    তখন অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারব
    তাই কোন টপিক না বুঝলে কমেন্টে জানান। এখন চলে যাই মূল পোস্টেঃ


    আগামী ১৯-২১ মার্চ তিন দিনব্যাপী আন্তর্জাতিক
    কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে
    দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের
    জনপ্রিয় প্রদর্শনী ১৫তম বেসিস সফটএক্সপো
    ২০১৯। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)
    -তে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে আগামী ২১
    মার্চ পর্যন্ত। এবারের বেসিস সফটএক্সপো
    যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ
    প্রযুক্তি বিভাগ এবং বেসিস।
    বাংলাদেশের অর্থনীতি, সামাজিক কর্মকান্ড এবং
    জনগণের জীবনযাত্রার সুবিধা বৃদ্ধিতে স্থানীয়
    তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন বেসিস
    সফটএক্সপোর মূল লক্ষ্য।
    দেশের বিভিন্ন খাতের অগ্রযাত্রায় ব্যবহৃত
    সফটওয়্যার ও আইটি সেবা মেলায় প্রদর্শিত হবে।
    তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক উন্নয়ন সম্পর্কে
    জানাতে আয়োজিত হবে কর্পোরেট আওয়ার।
    ১৫তম আসর আয়োজন উপলক্ষে এক সংবাদ
    সম্মেলনে এ তথ্য জানানো হয়। শনিবার বাংলাদেশ

    অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড
    ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এ সংবাদ
    সম্মেলনের আয়োজন করে।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি
    জনাব সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহসভাপতি ও
    বেসিস সফটএক্সপো ২০১৯ এর আহ্বায়ক ফারহানা এ
    রহমান, সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ
    এবং সহসভাপতি (অর্থ) জনাব মুশফিকুর রহমান।
    এছাড়াও নতুন সংযোজন ইন্ডাস্ট্রি ৪.০ জোন এবং
    এক্সপেরিয়েন্স জোন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি
    খাতের সক্ষমতা তুলে ধরবে। রয়েছে উইমেন
    জোন, ভ্যাট জোন, ডিজিটাল এডুকেশন জোন,
    ফিনটেক জোন এবং বরাবরের মতো রয়েছে
    সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী
    মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন,
    আইটিইএস ও বিপিও জোন।
    দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্যে থাকছে বি-টু-বি
    ম্যাচমেকিং সেশন, যার মাধ্যমে ব্যবসায়ীরা
    নিজেদের ব্যবসার প্রসার খুব সহজেই করতে
    পারবেন। আয়োজন করা হবে কর্পোরেট আওয়ার,
    যেখানে অংশ নেবেন পাঁচ শতাধিক কর্পোরেট হাই
    অফিশিয়াল। শিক্ষার্থীদের জন্য থাকছে আইসিটি
    ক্যারিয়ার ক্যাম্প আর বরাবরের মতো গেমিং ফেস্ট
    তো থাকছেই।
    বেসিস সফটএক্সপো ২০১৯ প্রসঙ্গে বেসিসের
    সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের
    সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই
    এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায়
    ২৫০ প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের
    নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ
    প্রদর্শনীর লক্ষ্য।
    বেসিস সফটএক্সপো ২০১৯ তে আগ্রহী যে
    কেউ অনলাইনের নিবন্ধন করে বিনামূল্যে
    অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে বেসিস
    সফটএক্সপোর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার
    অপশনে ক্লিক করে ভিজিটর রেজিস্ট্রেশনে
    নিজের নাম, ফোন নম্বর, ইমেইল, প্রতিষ্ঠানের নাম
    ও পেশার বর্ণনা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
    রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://softexpo.com.bd/
    visitor-registration-2019
    থাকছে কর্পোরেট আওয়ার, বৃহত্তর পরিসর
    শিক্ষার্থীদের জন্য থাকছে আইসিটি ক্যারিয়ার ক্যা¤প
    আর বরাবরের মতো গেমিং ফেস্ট। পাশাপাশি ২৫০টিরও
    বেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে
    সিভি জমা দেয়ার সুযোগ তো থাকছেই!
    বেসিস সফট এক্সপো ২০১৯’র উল্লেখযোগ্য
    দিক:
    * তিন দিনব্যাপী আয়োজন ১৯-২১ মার্চ, ২০১৯
    * স্থান: আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা
    (আইসিসিবি)
    * প্রদর্শনী এলাকাকে ১০টি জোনে ভাগ করা
    হয়েছে।
    * নতুন সংযোজন ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট ও
    জোন, এক্সপেরিয়েন্স জোন, উইমেন জোন
    এবং ভ্যাট জোন
    * বেসিস আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই
    প্রদর্শনীতে এবার প্রায় ২৫০ দেশি-বিদেশি তথ্য ও
    যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য ও
    সেবা প্রদর্শনের সুযোগ থাকছে।
    * ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক
    সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন শতাধিক দেশি-
    বিদেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ।
    * কর্পোরেট আওয়ার, অংশ নেবেন পাঁচ শতাধিক
    কর্পোরেট হাই অফিশিয়াল
    *থাকছে আইসিটি ক্যারিয়ার ক্যা¤প আর গেমিং ফেস্ট
    *১০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি
    বিশেষজ্ঞের অংশগ্রহণ
    * ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি
    ব্যবসায়ীদের বি-টু-বি ম্যাচমেকিং সেশন
    রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: http://
    softexpo.com.bd/visitor-registration-2019
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    ________________________________

    আজকের মত এখানেই বিদায় নিচ্ছি,

    T

    H

    A

    N

    K

    S


    for reading my post,good bye





    সর্বপ্রথম প্রকাশিত

    Sharing is caring!

    Comments

    So empty here ... leave a comment!

    Leave a Reply

    Sidebar