ad720-90

গুগল ডকস-এ আসছে মাইক্রোসফট ফাইল সমর্থন


এবার
ডকস-এ মাইক্রোসফট অফিস ফাইল সম্পাদনা সহজ করতে ‘নেটিভ’ সমর্থন চালু করা হচ্ছে বলে জানিয়েছে
গুগল। ফলে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের ডকএক্স, এক্সএলএস এবং পিপিটি ফরম্যাটের
ফাইল গুগল ডকস, শিটস এবং স্লাইডস দিয়ে সম্পাদনা করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি
সাইট ভার্জ।

বুধবার
গুগলের পক্ষ থেকে বলা হয়, আপাতত অ্যাপগুলোর বাণিজ্যিক সংস্করণ জি সুটে আনা হবে মাইক্রোসফট
অফিস ফাইল সমর্থন। তবে, চলতি মাসেই যতো দ্রুত সম্ভব সাধারণ গ্রাহকের জন্যও এই সমর্থন
চালু করা হবে।

জি
সুট গ্রাহকরা এপ্রিল বা মে মাসে মাইক্রোসফট অফিস ফাইল সমর্থন পাবেন বলে প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে।

এর
আগে মঙ্গলবার সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, মাইক্রোসফটের ড্রপবক্স
বিজনেস ক্লাউড ড্রাইভেও গুগল ডকস, শিটস এবং স্লাইডস সমর্থন আনা হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar