ad720-90

আইফোন চার্জারে আসতে পারে ইউএসবি-সি


ইতোমধ্যেই আইপ্যাড প্রো এবং ম্যাকবুকে যোগ হয়েছে ইউএসবি-সি পোর্ট। আইফোনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যেতে পারে। এবার নতুন আইফোন চার্জারের পোর্টটি রাখা হতে পারে ইউএসবি-সি। আর কেবলের অন্য প্রান্তে আগের মতোই থাকছে লাইটনিং কানেক্টর– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন আইফোন বাক্সে দেওয়া হতে পারে দ্রুতগতির ১৮ওয়াট ইউএসবি-সি চার্জার। এরসঙ্গে থাকবে লাইটনিং টু ইউএসবি-সি কেবল।

প্রতিবেদনে আরও বলা হয় নতুন আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দিতে এখনও প্রস্তুত নয় অ্যাপল। আর চার্জারের গতি বাড়ানোটাও ভালো পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

অনেক বছর যাবত আইফোনের সঙ্গে ৫ওয়াট চার্জার দিয়ে আসছিলো অ্যাপল। পরবর্তীতে আইফোন ৮-এ ফাস্ট চার্জিং যোগ করা হলেও চার্জার থেকে গেছে ৫ওয়াট।

আগের বছর আইপ্যাড প্রো’র নকশা পরিবর্তন করে ইউএসবি-সি পোর্ট যোগ করে অ্যাপল। এতে ১৮ওয়াটের চার্জারও যোগ করে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar