ad720-90

ফেইসবুকের অকুলাস ভিআর বেচবে মাইক্রোসফট


মঙ্গলবার মাইক্রোসফট ওয়েবসাইটের একটি পেইজে দেখা গেছে এটির প্রি-অর্ডার শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডিভাইসটির স্টক শেষ বলেও দেখানো হয়েছে এতে। এর কিছুক্ষণ পর পেইজটি গায়েব করে দেওয়া হয়– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

নতুন এই হেডসেট নিয়ে মন্তব্য করেনি অকুলাস বা মাইক্রোসফট কোনো প্রতিষ্ঠানই। ধারণা করা হচ্ছে, এফ৮ ডেভেলপারস সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে ফেইসবুক।

চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গেইম ডেভেলপার কনফারেন্সে অকুলাস রিফট এস-এর ঘোষণা দেয় ফেইসবুক।

নতুন এই হেডসেটটিতে রয়েছে সেলফ-কনটেইনড ট্র্যাকিং, উচ্চ রেজুলিউশানের পর্দা এবং আগের পিসিযুক্ত অকুলাস রিফট-এর চেয়ে ভিন্ন নকশা। এর পাশাপাশি অকুলাস কোয়েস্ট নামে আরেকটি ভিআর হেডসেট উন্মোচন করেছে প্রতিষ্ঠান, যাকে বলা হচ্ছে, সেলফ-কনটেইনড মোবাইল ভিআর ব্যবস্থা। এটি চালাতে বাড়তি কোনো পিসি যুক্ত করতে হবে না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar