ad720-90

উগ্রবাদীদের উপর ফেসবুকের নিষেধাজ্ঞা


লাস্টনিউজবিডি,৫ই মে: উগ্রবাদ ও চরমপন্থি আদর্শ ছড়ান, এমন বেশ কয়েকজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেসবুক৷ এই ব্যক্তিদের ফ্যান পেজ ও অন্যান্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে৷

ফেসবুকের মালিকানায় থাকা ইনস্টাগ্রামেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে৷ এর আগে ব্রিটেনের কয়েকটি চরম ডানপন্থি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফেসবুক৷

এবার যাঁদের এর আওতায় আনা হয়েছে, তাঁরা হলেন:

১.অ্যালেক্স জোনস, মার্কিন চরম ডানপন্থি রেডিও উপস্থাপক এবং কন্সপিরেসি থিওরিস্ট

২.লুইস ফারাখান, নেশন অফ ইসলাম গ্রুপের নেতা, যিনি ইহুদিবিদ্বেষ ছড়ান
৩.পল নেলেন, ২০১৮ সালের মার্কিন কংগ্রেস নির্বাচনে স্বঘোষিত ‘শ্বেতাঙ্গপন্থি খ্রিষ্টান প্রার্থী’ ছিলেন

৪.পল জোসেফ ওয়াটসন, ব্রিটেনের রেডিও উপস্থাপক ও কন্সপিরেসি থিওরিস্ট

৫.মিলো ইয়ানোপুলস, ব্রিটিশ রাজনৈতিক ভাষ্যকার এবং ব্রাইটবার্ট নিউজের সাবেক সম্পাদক

৬.লরা লুমার, চরম ডানপন্থি ওয়েবসাইট রেবেল মিডিয়ার সাবেক সাংবাদিক

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘বিভিন্ন সংস্থা ও ব্যক্তি, যারা ঘৃণা ছড়ায় এবং যারা শুধুমাত্র পরিচয়ের কারণে অন্যদের বর্জনের আহ্বান জানায়, তাদের ফেসবুকে কোনো স্থান নেই৷’

এছাড়া যাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হেট স্পিচ ও সহিংসতা বিষয়ে ফেসবুকের নীতিমালা ভঙ্গ করেছেন বলেও জানানো হয়েছে৷

এদিকে, ফেসবুকের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অ্যালেক্স জোনস, যার উপর টুইটার গতবছর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ ‘‘তারা শুধু আমাকে ব্যান করেনি, তারা আমার মানহানি করেছে,’’ নিজের পরিচালিত ওয়েবসাইট ‘ইনফোওয়ার্স’-এ প্রচারিত এক লাইভস্ট্রিমে বলেন তিনি৷

ব্রিটেনের রেডিও উপস্থাপক ওয়াটসন এক টুইটে দাবি করেন, তিনি কোনো আইন ভঙ্গ করেননি৷ সূত্র- ডয়চে ভেলে।

লাস্টনিউজবিডি/মারুফ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar