ad720-90

টিভি দেখা যাবে ক্যাবল ছাড়াই


লাস্টনিউজবিডি,১৫ মে: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা এই ডিটিএইচ সেবা চালু করছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের ব্র্যান্ড আকাশ। এর আগে ২০১৬ সালে বেক্সিমকো রিয়েলভিউ নামে সেবাটি আনলেও নানা কারণে সেটি চালু রাখতে পারেনি। ফলে আবারও ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ সেবা চালু হতে যচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।জানা গেছে, প্রথম দফায় ১১৫টি টেলিভিশন চ্যানেলের সংযোগ নিয়ে আসছে আকাশ। যেখানে ২০টি হবে এইচডি কোয়ালিটির।

তাছাড়া ২০১৩ তাদের লাইসেন্স নেওয়ার সময়েও শর্ত ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ চালু হলে এই স্যাটেলাইট থেকেই সংযোগ নিতে হবে।

সেবাটি চালু করতে কোম্পানিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ৫ ট্রান্সপন্ডারের একটির সংযোগ নিয়েছে। আগামী সপ্তাহ আকাশের ডিভাইস বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানিটি।

দেশের কেবল গাজী টিভি ছাড়া আর সব টেলিভিশন চ্যানেলে আকাশের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে আগে থেকেই যারা রিয়েলভিউ ব্যবহার করতেন তাদের জন্যেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বলে বলছে কোম্পানিটি।

লাস্টনিউজবিডি/আনিছ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar