ad720-90

অবশেষে নতুন আইপড আনলো অ্যাপল


২০১৫ সালের জুলাই মাসে ষষ্ঠ প্রজন্মের আইপড টাচের পর এবারই প্রথম ডিভাইসটি আপডেট করলো অ্যাপল। আইফোন ৭-এর প্রসেসরই এবার যোগ করা হয়েছে নতুন সংস্করণে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

প্রসেসর ছাড়া আর তেমন কিছুই আপডেট করা হয়নি আইপড টাচের নতুন সংস্করণে। আগের মতোই ৪ ইঞ্চি পর্দা, হোম বাটন এবং ক্যামেরা রাখা হয়েছে ডিভাইসটিতে।

অ্যাপলের দাবি আগের চেয়ে দ্বিগুণ সিপিউ কার্যক্ষমতা এবং তিনগুণ গ্রাফিক্স পাওয়া যাবে নতুন আইপড টাচে।

নতুন আইপড টাচের মাধ্যমে অ্যাপলের আসন্ন আর্কেড গেইমিং নিবন্ধন সেবারও প্রচারণা চালানো হচ্ছে। ডিভাইসটির স্পেসিফিকেশন বাড়ানো হয়েছে যাতে এই সেবার সব গেইম এতে খেলা যায়। বর্তমানে নিবন্ধন সেবাগুলোকে আয়ের নতুন পথ হিসেবে বিবেচনা করে এই খাতে নজর বাড়াচ্ছে অ্যাপল।

আইপড টাচের ৩২ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। আর  ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট মডেলের দাম যথাক্রমে ২৯৯ ডলার এবং ৩৯৯ ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar