ad720-90

দেখা মিললো উডুক্কু ‘স্পোর্টস’ গাড়ির


ইমাজিনেটিভ-এর পক্ষ থেকে বলা হয়, “ট্রান্সভোলিউশান একটি দারুন ধারণা, যা যাত্রীদেরকে তার শহরের গন্তব্যে একইসঙ্গে সড়ক বা আকাশ পথে পাড়ি দিতে সহায়তা করে।”

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, যানটি তিনটি স্তরে গঠিত। নিচের ভিত্তি একটি স্পোর্টস কারের, মাঝে কেন্দ্রীয় আসনের কেবিন যেখানে চালক ও যাত্রীরা বসবেন। আর ওপরের স্তরটি পাখাযুক্ত বৈদ্যুতিক ইঞ্জিন, যা প্রয়োজনে আলাদা করা যাবে।

ছবি- ইমাজিনেটিভ

ছবি- ইমাজিনেটিভ

গ্রাহক তার পছন্দমতো যানটি সড়কে চালাতে বা আকাশে ওড়াতে পারবেন। আকাশে ওড়ানোর ক্ষেত্রে ওপরের স্তরটি মূল ভিত্তি থেকে আলগা হয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইমাজিনেটিভ-এর পক্ষ থেকে বলা হয়, “ড্রোনের পাখাগুলো সহজেই কেবিন থেকে আপনাআপনি আলগা হতে পারে এবং নিকটস্থ চার্জিং স্টেশনে যেতে পারে।”

“গাড়ির নিচের ভিত্তি সড়কে ব্যবহারের জন্য একটি বৈদ্যুতিক স্পোর্টস গাড়ির মতো।”

আপাতত কনসেপ্ট গাড়ি হিসেবেই থাকছে ট্রান্সভোলিউশান। গাড়িটি বাস্তবে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা হয়নি।

ইতোমধ্যে উডুক্কু গাড়ি নিয়ে কাজ শুরু করেছে অন্যান্য প্রতিষ্ঠানও। বোয়িং, উবার এবং লিলিয়ামের নামও রয়েছে এই তালিকায়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar