ad720-90

বাজারে এলো গ্যালাক্সি ফিট


কালো আর সিলভার- এই দুই রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। এতে রয়েছে ০.৯৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ এমএএইচ-এর একটি ব্যাটারি, ২এমবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ। ডিভাইসটিকে ব্লুটুথের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে। পানিরোধী গ্যালাক্সি ফিট দিয়ে হৃদস্পন্দনও মাপা যাবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

এই ডিভাইস দিয়ে ৯০টি পর্যন্ত ব্যায়ামের ট্র্যাক রাখা যাবে। এর মধ্যে হাঁটা, দৌড়ানো, সাইক্লিংয়ের মতো ছয়টি বিষয় স্বয়ংক্রিয়ভাবেই ট্র্যাক হবে।

এছাড়াও এই ডিভাইস দিয়ে ঘুম ট্র্যাক করা যাবে ও স্যামসাংয়ের হেলথ অ্যাপের মাধ্যমে অন্যান্য স্বাস্থ্য সেবাও পাওয়া যাবে। একবার চার্জ দিলে ডিভাইসটি এক সপ্তাহ চলা উচিৎ বলেই ভাষ্য প্রতিবেদনের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar