ad720-90

ফেইসবুক কার্যালয়ে বিষাক্ত সারিনের শঙ্কা


সহজ ভাষায় সারিন অত্যন্ত বিষাক্ত এক রাসায়নিক উপাদান, যার কোনো রঙ বা গন্ধ নেই। রাসায়নিক অস্ত্র হিসেবে এটি ব্যবহার করা হয়। এটি সরাসরি শ্বাসনালীতে ঢুকলে এক থেকে ১০ মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে।

মেনলো পার্ক ফায়ার ডিসট্রিক্টের পক্ষ থেকে বলা হয়েছে এ ঘটনায় কোনো কর্মী আহত হননি– খবর সিএনবিসি’র।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সংজ্ঞা অনুযায়ী সারিন হলো “মানুষের তৈরি এক ধরনের বিষাক্ত রাসায়নিক অস্ত্র যাকে নার্ভ এজেন্ট হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।”

অগ্নিনির্বাপক দলের পক্ষ থেকে বলা হয়, ফেইসবুক তাদের সব মেইল এবং প্যাকেজ একটি মেশিনের মধ্য দিয়ে স্ক্যান করে যা ঝুঁকিপূর্ণ উপাদান শনাক্ত করে। এই মেশিনই কর্মীদের সতর্ক করেছে যে প্যাকেজটিতে সারিন থাকার সম্ভাবনা রয়েছে।

ফেইসবুকের এক মুখপাত্র বলেন প্রাথমিকভাবে এই অঞ্চলের চারটি ভবন খালি করা হয়। এখনও একটি ভবন খালি রয়েছে। বাকি তিনটি ভবনকে নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar