ad720-90

প্লে স্টোর থেকে সাতটি অ্যাপ সরালো গুগল


ভার্চুয়াল জগতে দেখতে সাদামাটা অ্যাপ হলেও তাতেই লুকিয়ে রয়েছে বিপদ। সম্প্রতি, গুগল এমন সাতটি অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। অ্যাপগুলি মূলত শিশুর নিরাপত্তা কিংবা চুরি যাওয়া ফোন সন্ধানের জন্যে ব্যবহার হওয়ার কথা বললেও আদতে তা ব্যবহৃত হত কর্মচারী কিংবা সঙ্গীর উপর নজরদারি চালানোর ক্ষেত্রে। নজরদারি চালানোর মাধ্যম হিসাবে এই অ্যাপগুলি নিশানা করত সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান, কনট্যাক্ট লিস্ট এমনকি এসএমএস ও কল হিস্ট্রির উপরে।

মোবাইল নিরাপত্তা তথা অ্যান্টি-ভাইরাস কোম্পানি অ্যাভাস্ট জানিয়েছে, প্রতিটি অ্যাপের পিছনে রয়েছেন একজন রাশিয়ান ডেভেলপার। এ ছাড়াও এই অ্যান্টি-ভাইরাস অ্যাপগুলিকে “বিপদজনক” হিসাবে চিহ্নিত করার পরেই এই সাতটি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেয় গুগল।

অ্যান্টি-ভাইরাস সংস্থা অ্যাভাস্টের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, “ব্যক্তি গোপনীয়তার ক্ষেত্রে এই অ্যাপগুলি অনৈতিক এবং সমস্যাপ্রবণ তাই প্লে স্টোরের মত এক বহুল ব্যবহৃত সাইটে এই অ্যাপগুলি রাখা অনুচিত।’’ অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসেন গুগল কর্তৃপক্ষ। মোট সাতটি অ্যাপ চিহ্নিত করে সরিয়ে দেয় এই মার্কিন সংস্থা।

অ্যাপগুলি কাজ করার ধরন অনেকটা এইরকম যার উপর নজরদারি চালাতে হবে সংশ্লিষ্ট সেই ব্যক্তির ফোনে এই অ্যাপটি ইন্সটল করতে পারলেই কেল্লাফতে। অ্যাপগুলির কোনও আইকন না থাকায় ব্যবহারকারী ঘুণাক্ষরেও টের পেতেন না কিন্তু ওই ব্যক্তির জিমেইলের পাসওয়ার্ড থেকে নানা ব্যক্তিগত তথ্য খুব সহজেই হাতিয়ে নেওয়া যেত। অ্যাপগুলি সরলেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ইউজারদের আরও সচেতন হয়ে উঠতে হবে, এমনটাই দাবি বিভিন্ন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞদের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar