ad720-90

গ্যালাক্সি নোট ১০ প্রি-অর্ডারের প্রক্রিয়া শুরু


৭ অগাস্ট পর্যন্ত
ডিভাইসটির জন্য রিজার্ভেশন নেবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
একই দিনে গ্যালাক্সি নোট ১০-এর উন্মোচন ইভেন্ট আয়োজন করা হচ্ছে। আর তখন থেকেই শুরু
হবে ডিভাইসটির প্রি-বুকিং।

গ্রাহক ডিভাইসটি
কেনার এই প্রক্রিয়া ঠিক মতো অনুসরণ করলে ২৩ অগাস্ট হাতে পাবেন গ্যালাক্সি নোট ১০–
খবর প্রযুক্তি সাইট ভার্জের।

গ্রাহক চাইলে
এখনই রিজার্ভেশনে নাম লিখিয়ে ডিভাইসটি আগে হাতে পেতে পারেন। স্যামসাংয়ের পক্ষ থেকে
বলা হয়, ডিভাইসটি রিজার্ভ করলে গ্রাহককে ৫০ মার্কিন ডলার ক্রেডিট দেওয়া হবে যা তিনি
অ্যাকসেসরি কেনায় খরচ করতে পারবেন।

কিছু ডিভাইসের
জন্য বদলি অফারও দিয়েছে স্যামসাং। ডিভাইসের অবস্থা ভালো থাকলে ৬০০ মার্কিন ডলার পর্যন্ত
ক্রেডিট দেবে প্রতিষ্ঠানটি। বদলি অফারে থাকা ডিভাইসগুলো হলো–

  • স্যামসাং গ্যালাক্সি এস১০ই, এস১০, এস১০ প্লাস
  • স্যামসাং গ্যালাক্সি নোট ৯
  • আইফোন X, Xআর বা Xএস
  • গুগল পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্সএল

এর আগেও বদলি
ফোনের দাম এরকম বেশি দেখা গেছে। কিন্তু সেগুলো বেশিরভাগই ছিলো হাই-এন্ড ফোন। এবার নোট
১০-এর জন্য বদলি ফোনের পরিধি আরও বাড়িয়েছে স্যামসাং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar