ad720-90

[ HOT ] bKash app এ লগইন দেওয়ার জন্য এখন আর সিম লাগবেনা , সিম ছাড়াই লগইন দেওয়া যাবে ১০০% ওয়ার্কিং + [ Extra ] .com domain only 340 BDT for 1 year


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকের পোস্টের শিরোনাম দেখেই হয়তো বুঝে ফেলেছেন কি বিষয়ে লিখছি।
আর না বুঝেও যদি পোস্টটি পড়তে শুরু করেন তাহলে জেনে নিন “এখন ফোনে bKash এ্যাকাউন্টের সিম না ঢুকিয়েও লগইন করতে পারবেন bKash app এ
জ্বি এটা সম্ভব…. যদি বিশ্বাস না হয় তবে আমার কথা মতো কাজ করে যান শেষ পর্যন্ত।

প্রথমে প্লেস্টোর থেকে ইনস্টল করুন bKash app। এবার এ্যাপে ঢুকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনার bKash এ্যাকাউন্টের ফোন নাম্বারটা দিন। এই bKash এ্যাকাউন্ট যে সিম দিয়ে খোলা সেটি অন্য কোন ফোন বা বাটন ফোনে থাকলেও হবে। কোন সমস্যা নেই।

এবার পরবর্তী ধাপে যান। এখন আপনার bKash এর নাম্বারে একটি OTP কোড যাবে। কিন্তু এই কোড বিকাশের এ্যাপে আপনি ম্যানুয়ালি বসাতে পারবেননা। এই কোড এ্যাপে প্রবেশের জন্য বিকাশের সিমটি যে ফোনে এ্যাপ সেই ফোনে থাকতে হয়।

কিন্তু আমরা এই সিস্টেমকে এড়িয়ে লগইন দিব।

তো চলুন এবার আসল কাজ শুরু করি,
আপনার যে ফোনে বিকাশ এ্যাকাউন্টের সিম আছে সেই ফোনে দেখুন বিকাশ এ্যাপ থেকে একটি OTP কোড সহ মেসেজ গিয়েছে।
এবার ওই মেসেজটিকে ফরওয়ার্ড করতে হবে আপনার যে ফোনে এ্যাপ আছে সেই ফোনের সিম নাম্বারে।
এর জন্য বিকাশ এ্যাপ থেকে OTP কোডটটি পাওয়ার ১ মিনিটের মধ্যে আপনার বিকাশ নাম্বারের সিম যে ফোনে আছে সেই ফোনে গিয়ে মেসেজটি message forward অপশনে গিয়ে আপনার যে ফোনে বিকাশ এ্যাপ সেই ফোনের সিমে ফরওয়ার্ড করে দিন।
মনে রাখবেন কোড সহ মেসেজটা ১ মিনিটের মধ্যে ফরওয়ার্ড করতে হবে

NB: স্ক্রিনশট দিতে পারলামনা বলে দুঃখিত। নিজে একবার চেষ্টা করুন, যদি না হয় তাহলে কমেন্টে জানাবেন। অযথা বাজে মন্তব্য করবেননা।


Now .Com domain only 340 BDT for 1 year from HosterPlan.com
Renew charge: 850 BDT
Payment method: bKash, Rocket, BitCoin, Paypal, Skrill, Neteller, Payowneer

Order Now:  Click Here To Order





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar