ad720-90

২০২০ সালে আসতে পারে ৫জি ম্যাকবুক


নতুন ম্যাকবুকে সিরামিক উপাদানের তৈরি ৫জি অ্যান্টেনা বোর্ড ব্যবহারের চিন্তা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। যদিও এই সিরামিক উপাদানের মূল্য সাধারণ ধাতুর চেয়ে ছয় গুণ বেশি হবে। এই অ্যান্টেনা সেলুলার সংযোগ এবং ডেটা স্থানান্তরের গতি লক্ষ্যণীয় মাত্রায় বাড়াবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

ধারণা করা হচ্ছে, সামনের বছর তিনটি নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। এর মধ্যে ৬.৭ ইঞ্চি এবং ৫.৪ ইঞ্চি মডেলে থাকতে পারে ৫জি সংযোগ। আর অপেক্ষাকৃত কম দামের ৬.১ ইঞ্চি মডেলটিতে ৫জি নাও থাকতে পারে।

খ্যাতনামা অ্যাপল বিশেষজ্ঞ ও বিশ্লেষক মিং-চি কুয়োর ধারণা ২০২২ বা ২০২৩ সালের মধ্যে নিজস্ব ৫জি মডেম তৈরি করবে অ্যাপল। এতে কোয়ালকমের ওপর প্রতিষ্ঠানের নির্ভরশীলতাও অনেক কমে আসবে।

চলতি বছরই প্রথম ৫জি ল্যাপটপ উন্মোচন করতে পারে ডেল, এইচপি এবং লেনোভো’র মতো প্রতিষ্ঠানগুলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar