ad720-90

আসছে গ্যালাক্সি নোট ১০ প্লাস


সম্ভাব্য গ্যালাক্সি নোট ১০ প্লাসপ্রযুক্তি বিশ্বে নতুন স্মার্টফোন আসলে গ্রাহকের মধ্যে এর নতুন ফিচার নিয়ে আগ্রহ তৈরি হয়। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সিরিজের স্মার্টফোন ঘিরে গ্রাহকের আগ্রহ থাকে অনেক বেশি। স্মার্ট ফোনপ্রেমীদের কথা ভেবে ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট ১০ প্লাসে বেশ কিছু নতুনত্ব আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ৭ আগস্টের নতুন স্মার্টফোনটি বিশ্বব্যাপী উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

স্যামসাং মোবাইল বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, তারা বাংলাদেশেও একই সময়ে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি আগাম ফরমাশের সুযোগ দিতে পারবে।

নতুন স্মার্টফোনটির মূল আকর্ষণ হবে ডিসপ্লে। ডিভাইসটিতে রয়েছে পাতলা বেজেল এবং নতুন নকশা। স্যামসাং ইনসাইডার আইস ইউনিভার্সের তথ্য মতে, স্যামসাং নোট ১০ প্লাসের বেজেল ওপরে ২ মিমি, নিচে ৩ দশমিক ৭ মিমি এবং পাশে দেড় মিলিমিটার হবে। সামনের ক্যামেরার ডায়ামিটার হবে ৪ দশমিক ২ মিমি। এর ফলে স্ক্রিন-টু-বডি এর অনুপাত হবে সাড়ে ৯২ শতাংশ। বেজেলহীন আইফোন টেনএস এবং টেনএস ম্যাক্সের অনুপাত যথাক্রমে ৮২ দশমিক ৯ ও ৮৪ দশমিক ৪ শতাংশ। ওয়ান প্লাস ৭ প্রোর অনুপাত ৮৮ দশমিক ১ শতাংশ।

স্যামসাং কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ফিচার ফোন কিংবা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতেই পুরো ফোনের সমস্ত কার্যকলাপ দেখা যায়। স্যামসাং বরাবরই চেষ্টা করে সেরা ডিসপ্লে ব্যবহারের। এইচডি থেকে শুরু করে এইচডিআর পর্যন্ত রেজ্যুলেশনের স্মার্টফোন ডিসপ্লের সর্বোৎকৃষ্ট ব্যবহার স্যামসাংয়ের ফোনের দেখা যায়। অ্যামোলেড, সুপার অ্যামোলেড, ইনফিনিটি ডিসপ্লে এনেছে স্যামসাং। আসন্ন গ্যালাক্সি নোট ১০ স্মার্টফোনটিকে তাই ডিসপ্লেকেই প্রাধান্য দিচ্ছে তারা।

গ্যালাক্সি এস ১০ প্লাস ডিভাইসটিতে হোল-পাঞ্চ ক্যামেরা এবং ইন-স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে। নতুন ফোনটির এস পেন এক্সপেরিয়েন্স, ক্যামেরা ইত্যাদি আরও উন্নতমানের হতে পারে। নতুন স্মার্টফোনের দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar