ad720-90

হোয়াটঅ্যাপ বার্তা পড়বে গুগল অ্যাসিস্টেন্ট


এসএমএস বার্তা পড়ার ক্ষেত্রে অনেক আগে থেকেই কাজ করে প্রতিষ্ঠানের এআই অ্যাসিস্টেন্ট সেবা। এবারে এতে যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ, স্ল্যাক এবং টেলিগ্রামের মতো অ্যাপগুলো– খবর আইএএনএস-এর।

ফিচারটি উন্মুক্ত করা হলে গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে বিভিন্ন চ্যাটিং অ্যাপে কণ্ঠ দিয়ে রিপ্লাই দিতে পারবেন গ্রাহক। তবে, আপাতত ইংরেজি ভাষার মধ্যেই সীমাবদ্ধ থাকছে ফিচারটি।

বার্তার মধ্যে থাকা ছবি, ভিডিও এবং অডিও থাকলে সেগুলো গুগল অ্যাসিস্টেন্ট পড়তে পারবে না বলেও জানানো হয়েছে।

এসব ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট শুধু বলবে, “বার্তায় অডিও অ্যাটাচমেন্ট রয়েছে।” কিন্তু অডিও ক্লিপটি চালু করবে না এআই অ্যাসিস্টেন্ট।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফিচারটি উন্মুক্ত করেনি গুগল। কবে নাগাদ এটি উন্মুক্ত করা হতে পারে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

গাড়ি চালনা, রান্না বা অন্যান্য হাতের কাজের সময় ‘রিড-আলাউড’ ফিচারটি বেশ সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar