ad720-90

চুয়েট শিক্ষার্থী করলেন মাই ওভারটাইম বিডি’র ২য় ভার্সনের কাজ


নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাই ওভারটাইম বিডি এপ্লিকেশনের ২য় ভার্সনের কাজ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম। ২য় ভার্সনে যা থাকছে: ১) নতুন ডিজাইন, ২) ক্যালকুলেটর প্রভলেম সলভ, ৩) জি-মেইল দিয়ে লগ ইন সিস্টেম, ৪) বাংলা ভার্সন।

রকিবুল ইসলাম বলেন, এমনিতে এপ্পস এর প্রতি ভালোলাগা ছিলো অনেক আগে থেকেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর সেটা ভালোবাসায় রুপান্তরিত হয়। নিজের লাইফে যখন যেভাবে সমস্যায় পড়েছি, ভেবেছি কিভাবে কোডিং এর মাধ্যমে তা সলভ করা যায়। মাই ওভারটাইম বিডি এপ্পসটির ২য় ভার্সনের কাজ করেছি। ওভারটাইম ভিত্তিতে যারা কাজ করেন তাদের সহায়ক ভালো একটি এপ্পস। খুব সহজেই ওভারটাইম সংরক্ষণ করে রাখা যায়। আশা করি , প্রতিটি গার্মেন্টস কর্মীসহ যাদের কর্ম ক্ষেত্রে ওভারটাইম আছে তারা সাবাই এই এপ্পসটি ব্যাবহার করবে।

উল্লেখ্য: জুলাই-১৯তে মাই ওভারটাইম বিডি’র ১ম ভার্সন প্লে-স্টোরে প্রকাশ করা হয়। পর্যাক্রমে ১.১ এবং ১.২ ছোট আরো দুটো আপডেট দেওয়া হয়। রকিবুল ইসলামকে এপ্পসের কিছু ত্রুটি সলভ সহ ২য় ভার্সনের কাজ দেন প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বারী।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar