ad720-90

পাইলট অজ্ঞান: প্লেন নামালেন শিক্ষানবীশ


শনিবার উড্ডয়নের সময় প্রশিক্ষক জ্ঞান হারালে এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিষয়টি জানান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান শিক্ষানবীশ পাইলট ম্যাক্স সিলভেস্টার। পরে অপারেটরের সহায়তায় পার্থের এয়ারপোর্টে প্লেনটি অবতরণ করান তিনি; খবর বিবিসি’র।

জরুরী পদক্ষেপ নেওয়া এবং ধৈর্য ধরার জন্য পরবর্তীতে সিলভেস্টারের প্রশাংসা করা হয়েছে।

জরুরী কলে সিলভেস্টার তার শিক্ষকের শারীরিক অবস্থার ব্যাখা দেন। পরে অপারেটরের কাছ থেকে প্লেন অবতরণের পরামর্শ নিতে শোনা গেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তার কথপোকথনের রেকর্ডিং পরে অনলাইনে শেয়ার করা হয়।

“তিনি (প্রশিক্ষক) আমার ঘাড়ে শুয়ে আছেন, আমি তাকে উঠিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু তিনি বারবার পড়ে যাচ্ছেন,” অপারেটরকে বলেন ওই শিক্ষানবীশ পাইলট।

অপারেটর সিলভেস্টারকে প্রশ্ন করেন আপনি সেসনা এয়ারক্রাফট ওড়াতে পারেন কিনা? জবাবে তিনি বলেন, এটা তার প্রথম প্রশিক্ষণ।

এর আগে দুইটি ফ্লাইট প্রশিক্ষণ নিয়েছিলেন সিলভেস্টার, তবে বিমানে এটাই প্রথম। এর আগে কখনও অবতরণের চেষ্টাও করেননি তিনি।

পার্থের জানডাকট এয়ারপোর্টের চারপাশে প্রায় এক ঘন্টা চক্কর দেওয়ার পর রানওয়েতে সফট অবতরণ করেন সিলভেস্টার। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য এবং জরুরী ব্যবস্থার দল।

অবতরণের পর প্রশিক্ষককে হাসপাতালে নেওয়া হয়।

ফ্লাইট স্কুলটির মালিক চাক ম্যাকইলি বলেন, “প্লেনে কোনো ক্ষতিই হয়নি। বলা যেতে পারে, এটা একটা নিখুঁত অবতরণ।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar