ad720-90

৫,০০০ mAh ব্যাটারিসহ লঞ্চ হল Redmi 8A


বুধবার লঞ্চ হলো Redmi 8A। অল্প বাজেটের মধ্যেই ঝকঝকে ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি- দুই ফিচারকেই তুরুপের তাস করতে চাইছে চীনা সংস্থা Xiaomi। তার সঙ্গে ফোনের বডির দূর্দান্ত ফিনিশ- Redmi 8A একই দামের সেগমেন্টের অন্যান্য ফোনগুলির থেকে অনেকটাই এগিয়ে।

সম্প্রতি Xiaomi India-এর প্রধান মনুকুমার জৈন জানান, Redmi 8A-তে থাকছে USB টাইপ সি পোর্ট। এই রেঞ্জের ফোনে যা সচরাচর দেখা যায় না বললেই চলে। এক নজরে দেখে নিন Redmi 8A-এর স্পেসিফিকেশন আর দাম-

Redmi 8A-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:

১) ৬.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। সংস্থার টিজার অনুযায়ী থাকছে ওয়াটারড্রপ নচ। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও আগের সংস্করণ 7A-এর চেয়ে অনেকটাই বেশি।

২) ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে Redmi 8A যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

৪) মনে করা হচ্ছে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। থাকতে পারে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ব্যাটারির বিষয়ে আগের থেকে যে বেশি গুরুত্ব দেওয়া হবে তা বলাই বাহুল্য। ৫,০০০ mAh ব্যাটারি থাকছে Redmi 8A-এ।

৭) ফোনের দাম যে Realme C2-এর সঙ্গে প্রতিযোগিতামূলক রাখা হবে তা বলাই বাহুল্য। Redmi 8A-এর দাম ৬,৪৯৯ টাকা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar