ad720-90

জেনে নিন বাংলাদেশের একমাত্র অ্যানোনিমাস ডিসকাশন বোর্ড বিডিচ্যান সম্পর্কে!


বর্তমান সময়ে আমরা অনলাইনে কতটা স্বাধীন, আমরা কি স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারি?! স্বাধীন ভাবে কিছু লিখতে পারি?!

ফেইসবুকে কিছু লিখতে গিয়ে ব্যাকস্পেস দিয়েছেন কতবার? “মানুষ কি বলবে”, “অথরিটি কেউ দেখলে কি হবে”, “এটা লিখলে কোপ নিশ্চিত” – এসব ভেবে মতামত প্রকাশ থেকে বিরত থাকা খুবই কমন ব্যাপার।

তাই আজকে আমি আপনাদের পরিচিত করে দেবো এমন এক বাংলাদেশী ওয়েব সাইটের সাথে যেটি ফ্রিডম অফ স্পিচের পূর্ন স্বাধীনতা নিশ্চিত করতেই তৈরি করা হয়েছে, বাংলাদেশের সর্বপ্রথম অ্যানোনিমাস ডিসকাশন(ইমেজ) বোর্ড বিডিচ্যান

মূল ফিচারসঃ

  • কোন একাউন্টের প্রয়োজন নেই
  • ইনস্ট্যান্টলী পোষ্ট ক্রিয়েট/কমেন্ট করা যায়
  • কোন পার্সোনাল ইনফরমেশন স্টোর করা হয়না
  • সম্পূর্ন বাংলাদেশী প্রোজেক্ট, নিজস্বভাবে তৈরি কোন স্ক্রিপ্ট বা বাহিরের ডেভেলপার হায়ার করে বানানো হয়নি।
  • কোন বিজ্ঞাপন নেই, নন-প্রফিট।

এই ওয়েবসাইটে আপনি যেকোন কিছু নিয়েই আলোচনা শুরু বা অংশগ্রহণ করতে পারবেন কোন ধরনের অ্যাকাউন্ট ছাড়াই।

শুধু মাত্র আপনার মন্তব্য লিখলেই চলবে। এটি একটি অ্যানোনিমাস প্লাটফর্ম যা আপনার কোন পার্সোনাল তথ্য স্টোর করেনা এবং এখানে লিখতে বা মন্তব্য করতে কোন পার্সোনাল তথ্যও দেওয়া লাগেনা।

সুতরাং আপনার মন্তব্য, কনফেশন, সমালোচনা যে কোন কিছু করতে পারবেন নির্ভয়েই। আমি যতদূর জানি বিডিচ্যান একটি নন-প্রফিট সাইট, যেখানে কোনপ্রকার বিজ্ঞাপন দেখানো হয়না।

আপনার কোন কিছুতে মত প্রকাশ করার থাকলে বিডিচ্যান এর আসুন অ্যানোনিমাসলি আপনার মত প্রকাশ করুন, বাংলাদেশী নন-প্রফিট এই উদ্যোগটিকে সফল হতে সহায়তা করুন।

সাইট লিংক

https://bdchan.com





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar