ad720-90

Shareit দিয়ে লুকিয়ে রাখুন আপনার photo এবং video [সবাই দেখবেন]


আস্সালামুআলাইকুম

#TrickBDCompetition
সবাই কেমন আছেন।নিশ্চয়ই ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের শিখাব যে কিভাবে shareit apps এ আপনার secret photo এবং video লুকিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নেওয়া ভালো যে shareit এমন একটি apps যা প্রায় সব মোবাইলে রয়েছে।অনেকেই শুধু এটাই ভাবেন যে shareit দিয়ে শুধু file ট্রান্সফার করা যায়। কিন্তু তার নিউ আপডেট এ safe নামক একটি future যোগ করেছে যা সত্যি অসাধারণ। এবং এটাই আমি আপনাদের দেখাতে চলেছি। অনেক বকবক করে ফেললাম এখন কাজে আসা যাক। প্রথমে আমাদের shareit apps এ প্রবেশ করতে হবে। তারপর এইখানে ক্লিক করতে হবে তারপর এইখানে ক্লিক করতে হবে তারপর এইখানে ক্লিক করতে হবে তারপর আপনার নাম এবং একটি পাসওয়ার্ড দিন এবং আবার ঐ পাসওয়ার্ড দিন তারপর next এ ক্লিক করুন তারপর একটি প্রশ্ন টিক করুন এবং সেই প্রশ্নের উত্তর দিন তারপর add ক্লিক করুন তারপর আপনি কী লুকিয়ে রাখতে চান photo নাকি video সেটা সিলেক্ট করুন তারপর আপনার কান্কিত photo/video দিয়ে দিন আর ss নিলাম না। আপনারা সবাই এটি পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। কেমন হয়েছে জানিনা। ভালো লাগলে একটি লাইক এবং সুন্দর মন্তব্য করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন trickbd এর সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন। এটি আমার তৃতীয় পোস্ট। আমার প্রথম পোস্ট দেখতে এখানে যান। এবং দ্বিতীয় পোস্ট দেখতে এখানে যান। ধন্যবাদ এত কষ্ট করে আমার পোস্ট টি পরার জন্য । আজ এ পর্যন্তই।
আল্লাহ্ হাফিজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar