ad720-90

বাড়িতে ওয়াই-ফাই থাকলে এখনই সতর্ক হোন


বর্তমানে ইন্টারনেট ছাড়া কিছু ভাবা যায়না। ইন্টারনেট এমনভাবে আমাদের সঙ্গে জড়িয়ে গিয়েছে তা থেকে বেড়িয়ে আশাও সম্ভব নয়। এর মাধ্যমে আবিষ্কার হচ্ছে নানা ধরণের টেকনোলজি। যার অন্যতম হল ওয়াই-ফাই।

একসঙ্গে অনেকে ইন্টারনেটের জগতে ঢুকে যেতে পারবেন, শুধু তাই নয় একটা নিদির্ষ্ট এলাকাজুড়ে নিমেষেই ছড়িয়ে পরবে ইন্টারনেট কানেকশন। ওয়াই-ফাই-এর তো এটাই কাজ। কিন্তু আপনি কি জানেন ওয়াই-ফাই এর রেডিয়েশন কতটা ক্ষতি করছে শরীরের। এর থেকে হতে পারে নানা জটিল রোগ।

কিছু নিয়ম মেনে তবেই ওয়াই-ফাই রাউটার বানানোর কথা। কিন্তু সেসব কেয়ার না করে করে রাউটার সংস্থাগুলো অল্প দামের ডিভাইস দিয়ে রাউটার বানায়। যার ফলে নেগেটিভ প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। ওয়াই-ফাই সিগনাল নানা ভাবে আমাদের শরীরকে খারাপ করে দেয়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে রাউটারের কারণে প্রাপ্তবয়স্কদের শারীরিক ক্ষতি তো হয়ই, সেই সঙ্গে বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠাতে  অনেক সমস্যা দেখা দেয়। এমনকি গাছেদের বৃদ্ধিও বাধাগ্রস্থ হয়।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar