ad720-90

প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার রাউটারে অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে


প্রতিষ্ঠানটির সোমবারের সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শক সংস্থা ফ্রস্ট অ্যান্ড সুলিভান এই পুরস্কার ঘোষণা করে। 

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা
সম্পন্ন রাউটার হিসেবে গত এপ্রিলে ফ্রান্সের প্যারিসে এক সম্মেলনে ৫জি ও ক্লাউড উপযোগী
এই রাউটারটি প্রদর্শন করে হুয়াওয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
নেটইঞ্জিন ৮০০০ সিরিজের প্রযুক্তি ও পণ্যের সুবিধা, বাজারে এই ব্রাণ্ডের নেতৃত্ব ও
প্রভাব বিবেচনায় নিয়ে মেট্রো রাউটারকে সেরা হিসেবে নির্বাচন করে ফ্রস্ট অ্যান্ড সুলিভান।

হুয়াওয়ের সার্ভিস রাউটার
ডোমেইনের সভাপতি হাংক চেন বলেন,  “সেই ১৯৯৫
সাল থেকে রাউটার নিয়ে গবেষণা ও নীরিক্ষা চালিয়ে আসছে হুয়াওয়ে। দুই দশকেরও বেশি সময়
বিনিয়োগের পর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আইপি নেটওয়ার্ক সেবাদানকারী হিসেবে নিজেদের  শীর্ষে নিয়ে যেতে পেরেছে প্রতিষ্ঠানটি। ”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar