ad720-90

ফ্রিতে ডাউনলোড করে নিন iCare Data Recovery Pro. V-8.0.9


কম্পিউটার ব্যবহার করতে গেলে সমস্যা হতেই পারে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই সমস্যা গুলোর মধ্যে আবার রকম ভেদ আছে। কিছু সমস্যা আছে যেগুলো সহযেই ঠিক করে নেওয়া যায় কিন্তু কিছু সমস্যা আছে খুবই জটিল সমস্যা যেমন হার্ড ড্রাইভ থেকে কোন কিছু ডিলেট হয়ে যাওয়া। যদি আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ থেকে কোন গুরুত্বপূর্ণ ফাইল ডিলেট হয়ে যায় তখন কেমন লাগে? খুব ভালো লাগে না? হ্যা কেমন ভালো লাগে তা আমি হাড়ে হাড়ে জানি। যদি এমন কখনো এমন হয় যে আপনার কম্পিউটার থেকে এমন কোন ফাইল ডিলেট হয়ে গেছে যার অন্য কোন কপি আপনার কাছে নেই, তাহলে মাথা পুরাই হ্যাং হয়ে যায়। তখন কি করনীয় আছে? তখন একটাই করনীয় আছে কোন একটা Data Recovery সফটওয়ার ব্যবহার করা। আর আমরা এরকম সমস্যায় পড়লে বিভিন্ন রকম বা প্রকারের Data Recovery সফটওয়ার ইন্টারনেট থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করে নিয়ে রিকোভার করার চেষ্টা করি। এতে করে আমাদের কিছু ফাইল হয়ত ফেরত পেতে পারি কিন্তু টোটালি রিকভারি হবে না। যে ফাইল গুলোর সাইজ ছোট ও ইমেজ জাতীয় ফাইল সেগুলো পাওয়া যেতে পারে। আর পূর্ণ রিকভারি পেতে হলে আপনাকে অবশ্যই ডাটা রিকভারি সফটওয়ারের প্রো ভার্সন কিনতে হবে। কিন্তু একটা বিষয় হল প্রো ভার্সন ডাটা রিকভারি সফটওয়ার কিনতে অনেক টাকার প্রয়োজন যা সবার পক্ষে কেনা সম্ভব না তাই আমরা অনেক সময় প্রো ভার্সন সফটওয়ার ফ্রিতে পাওয়ার চেষ্টা করি। আর এই যেষ্টা যে সবসময় বিফল তা আমি বলছি না। তবে কিছু কিছু অসৎ লোক আছে যারা এই ফ্রি প্রো ভার্সনের মধ্যে বিভিন্ন বাগ বা ভাইরাস জাতীয় জিনিষ ঢুকিয়ে দেয়। যার ফলে আপনার লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় আর এই জন্য ফ্রিতে প্রাপ্ত প্রো ভার্সন সফটওয়ার সব সময় নির্ভরযোগ্য না, যদি না সেটা নির্ভরযোগ্য সূত্র হতে পাওয়া হয়। আর এই জন্য আমি আজ আপনাদের সাথে iCare Data Recovery Pro V-8.0.9 শেয়ার করতে যাচ্ছি যেটা সম্পূর্ণরুপে বাগ বা ভাইরাস মূক্ত।

itbatayan.com

itbatayan.com

আর এই সফটওয়ারটি ডাউনলোড করতে এই লিংক এ ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে।

এই পোষ্ট টি প্রথম প্রকাশিত এখানে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar