ad720-90

নাক ডাকার সমাধান দেবে ব্যাটারিচালিত ডিভাইস


নাক ডাকার সময় কপালে লাগিয়ে রাখা এই ডিভাইসটি মৃদু কম্পনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারী যতক্ষণ পর্যন্ত না তার অবস্থান পরিবর্তন করবেন এবং নাক ডাকা বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটি কম্পন দিতে থাকবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

এখন পর্যন্ত ডিভাইসটির বিক্রি শুরু করেনি নির্মাতা প্রতিষ্ঠান সিবেলমেড। তবে, শীঘ্রই এটি বাজারে আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, “এটি একটি মেডিকেল পণ্য যাতে ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে এবং এর ওজন ১৭ গ্রাম। একটি হাইপোঅ্যালার্জেনিক আঠালো প্যাড দিয়ে এটি কপালে লেগে থাকে।”

“গ্রাহক যখন চিৎ হয়ে শুয়ে থাকেন তখন তার শরীরের অবস্থান পরিবর্তন করতে ডিভাইসটি মৃদু কম্পন তৈরি করে, এতে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে বাধা কমে যার ফলে নাক ডাকা বন্ধ হয়।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar