ad720-90

অ্যাপল ওয়াচে আসতে পারে টাচ আইডি


অ্যাপলকেন্দ্রীক এক ব্লগসাইটের মতে ভবিষ্যত সংস্করণে অ্যাপল ওয়াচ ডিসপ্লে’তে দেখা মিলতে পারে ‘টাচ আইডি’র। এতে করে অ্যাপল ওয়াচে যোগ হবে বাড়তি নিরাপত্তা।

অ্যাপলের টাচ আইডি সংক্রান্ত ওই পেটেন্টটির ব্যাপারে সর্বপ্রথম জানায় ‘পেটেন্টলি অ্যাপল’ নামে একটি ব্লগ। ওই পেটেন্টে লেখা রয়েছে, “স্পর্শ অনুভব করবে এমন ডিভাইস, তাপমাত্রা অনুভবে সক্ষম এমন ডিভাইস বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেওয়া যেতে পারে ডিসপ্লের নিচে।”

বলা হচ্ছে, এই পেটেন্ট নিয়ে সামনে এগুলে অ্যাপল ওয়াচে থাকা ‘ওয়্যারলেস অ্যান্টেনা’র বর্তমান স্থানটি পরিবর্তন হবে। নতুন ডিজাইনে ঘড়ির স্ট্র্যাপে নিয়ে যাওয়া হবে ওই অ্যান্টেনাকে। এতে করে পর্দার নিচে অন্যান্য উপাদান যোগ করার মতো জায়গা তৈরি হবে।

এদিকে, অ্যান্টেনা অ্যাপল ওয়াচের স্ট্র্যাপে চলে গেলে ওয়াই-ফাই, সেলুলার এবং ব্লুটুথের মতো উপাদানগুলো যোগ করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে যাবে বলেই উল্লেখ করেছে টেকরেডার।

আদতেও কী হবে ভবিষ্যতে, তা সময়ই ভালো বলতে পারবে। কারণ পেটেন্ট করার পরও বাজারে আনা হয়নি, এরকম ফিচারের সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয়। তবে অ্যাপল নিজেদের পণ্য বিষয়ে ঠিক কী ধরনের উদ্ভাবনী পরিকল্পনা করেছে, সে বিষয়টি এখন আরও পরিষ্কার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar