ad720-90

নিজ থেকে আর ক্যামেরা চালাচ্ছে না ফেইসবুক


এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছিল, নভেম্বরের ৮ তারিখ তাদের ফেইসবুক অ্যাপের ২৪৬তম সংস্করণ আসার পরেই দেখা গেছে ওই সমস্যা।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, সমস্যাটির সমাধানে বুধবার সকালে অ্যাপ স্টোরে ছাড়া হয়েছে ফেইসবুক অ্যাপের আপডেটেড সংস্করণ।

ফেইসবুক অবশ্য মঙ্গলবারেই জানিয়েছিল,  ক্যামেরা সংক্রান্ত সমস্যাটির সমাধান করা হয়েছে।

আদৌ সমস্যাটির সমাধান হয়েছে কি না তা জানতে আইফোন ১১ প্রো ডিভাইসে ‘ফেইসবুক অ্যাপ’ ডাউনলোড করেছিল ভার্জ। ভার্জের ওই পরীক্ষায় ঠিকমতোই উতরে গেছে ফেইসবুক, অ্যাপে আর ক্যামেরাটিকে নিজে থেকে চালু হতে দেখা যায়নি।

তবে ভার্জ বলছে, আইওএস সংস্করণের নতুন ফেইসবুক অ্যাপ আসার আগেই বিদায় নিয়েছে সমস্যাটি। আগের দিনও একই পরীক্ষা চালিয়েছিল সাইটটি। সেদিনও কোনো সমস্যা চোখে পড়েনি তাদের।

এদিকে, খুব দ্রুত ওই সমস্যার সমাধান করেছে ফেইসবুক এমন মন্তব্য করেছে ভার্জ।

উল্লেখ্য, নভেম্বরের ২ তারিখ সমস্যাটি প্রথম চোখে পড়েছিল ব্যবহারকারীদের। পরে বিষয়টি নিয়ে জোরালো আওয়াজ তোলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের ওয়েব ডিজাইনার জশুয়া ম্যাডক্স। ম্যাডক্স জানান, আইওএস ১৩.২.২ অপারেটিং সিস্টেমচালিত পাঁচটি ভিন্ন ভিন্ন আইফোনে একই সমস্যা খুঁজে পেয়েছেন তিনি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar