ad720-90

‘অনুপ্রবেশকারী’ অ্যাপ: কঠোর ইন্সটাগ্রাম


গোস্টি’ অ্যাপ কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে কার্যক্রম বন্ধের নোটিশ পাঠিয়েছে ফেইসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি। অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ শুধু বিনা অনুমতিতে প্রবেশ নয়, ডেটা হাতিয়ে নেওয়ার সঙ্গেও জড়িত গোস্টি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

গোস্টি ব্যবহারকারী কোনো ইন্সটাগ্রাম ‘প্রাইভেট অ্যাকাউন্টে’ প্রবেশাধিকার পেতে চাইলে, প্রথমে তাকে বন্ধুদের গোস্টি প্ল্যাটফর্মটি আসার ‘আমন্ত্রন’ পাঠাতে হয়। আর ইন্সটাগ্রামে প্রাইভেট প্রোফাইল খুঁজে বের করার জন্যও ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে থাকে অ্যাপটি- বলা হয়েছে এনগেজেটের প্রতিবেদনে।

ফলে গোস্টি অ্যাপটি যারা ব্যবহার করেন, তাদেরও আর ‘গোপনতা’ অক্ষুন্ন থাকছে না।

এপ্রিল মাসেই গুগল প্লে স্টোরে এসেছে ‘গোস্টি’। আসার এ কয়েক মাসের মধ্যেই পাঁচ লাখ বারেরও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।

গোস্টি অ্যাপ প্রসঙ্গে অবশ্য ইন্সটাগ্রাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, অ্যাপটি তাদের ‘নীতিমালা ভঙ্গ করছে’ এবং কার্যক্রম বন্ধের নোটিশ ছাড়াও ডেভেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

তবে গোস্টি অ্যাপটি এতোদিন কীভাবে ইন্সটাগ্রাম বা গুগল কর্তৃপক্ষের নজর এড়িয়েছে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

এর আগে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের ওপর ‘নজরদারি’ চালানোর অভিযোগে ‘লাইক পেট্রোল’ নামে এক অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি। পরে অ্যাপটিকে নিজেদের ‘অ্যাপ স্টোর’ থেকে মুছে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar