ad720-90

একসঙ্গে দুই আঙ্গুলের ছাপ স্ক্যান করবে গ্যালাক্সি এস১১!


আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, পর্দার নিচে বসানো নতুন সেন্সরের শনাক্তকারী জায়গা যা আগের চেয়ে ১৭ গুণ বড়। দৈনিক ব্যবহারে কোয়ালকমের আগের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চেয়ে আরও দ্রুত আঙ্গুলের ছাপ যাচাই করতে পারবে নতুন সেন্সরটি।

কোয়ালকমের দাবি নতুন সেন্সরটি ১০ লাখে একবার ভুল করতে পারে, যেখানে আগের সেন্সরের ভুলের হার ছিল ৫০ হাজারে একবার।

নতুন এই ৩ডি সনিক ম্যাক্স সেন্সরটি গ্যালাক্সি এস১১-এ ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত করেনি কোয়ালকম এবং স্যামসাং কোনো প্রতিষ্ঠানই।

সম্প্রতি মার্কিন এক প্রযুক্তি ব্লগার জানিয়েছেন, তিন মাপের পর্দায় বাজারে আসবে গ্যালাক্সি এস১১, সবচেয়ে ছোট ডিভাইসটির পর্দা হবে ৬.৪ বা ৬.২ ইঞ্চি, মাঝারি আকারের ডিভাইসটির পর্দা ৬.৪ ইঞ্চি এবং সবচেয়ে বড় ডিভাইসটির পর্দা হবে ৬.৭ ইঞ্চি।

অন্যদিকে খ্যাতনামা ব্লগার ইভান ব্লাস কার্ভড-এজ পর্দার গ্যালাক্সি এস১১-এর পাঁচটি সংস্করণের ইঙ্গিত করেছেন।

নেটওয়ার্ক সংযোগের দিক থেকে ছোট দুইটি ডিভাইস আসবে ৫জি এবং এলটিই দুই সংস্করণে, আর ৬.৭ ইঞ্চি ডিভাইসটি আসবে শুধু ৫জি সংস্করণে।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আসতে পারে গ্যালাক্সি এস১১। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ডিভাইসটির উন্মোচন ইভেন্ট আয়োজন করা হতে পারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar