ad720-90

ফেইসবুক হলো সমাজের নতুন সিগারেট!


মঙ্গলবার সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের বিরুদ্ধে তিরস্কার চালিয়ে গেছেন বেনিঅফ।

“আপনি দেখতে পারছেন ফেইসবুক আমাদের সমাজের নতুন সিগারেটের মতো। এইরকম একটি বিষয়কে নীতিমালার আওতায় আনা খুব জরুরী।”

“তারা অবশ্যই বিজ্ঞাপনের সত্যতা নিয়ে মনযোগী নয়, যদিও তারা এমনটাই দাবি করছে। ঠিক একারণেই আমরা ভরসা রাখতে ভয় পাই, যেখানে মূল ভেন্ডররা নিজেরাই বলতে পারে না যে, আস্থাই আমাদের মূল ভিত্তি,”–বলেন বেনিঅফ।

অক্টোবরে সেলসফোর্স প্রধান বলেছিলেন, ফেইসবুককে এখন অবশ্যই দায়ী করা উচিত।

“ফেইসবুক একটি প্রকাশক। নিজেদের প্ল্যাটফর্মে প্রপাগান্ডা ছড়ানোর জন্য তাদেরকে দায়ী করে উচিত। আইনি সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের মান ঠিক করে নেওয়া উচিত। ফেইসবুক এখন নতুন সিগারেট– এটা নেশার মতো, আমাদের জন্য খারাপ, আমাদের শিশুরাও এতে ঢুকে যাচ্ছে।”

“তারা অন্যান্য প্রতিষ্ঠানও কিনছে। ফেইসবুক ভেঙ্গে দেওয়া উচিত কারণ সবচেয়ে বড় সামাজিক মাধ্যম হওয়ায় বিশ্বে এটির অবধারিত প্রভাব রয়েছে।”

এর আগে ফেইসবুক ভেঙ্গে দেওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর কামালা হ্যারিস এবং এলিজাবেথ ওয়ারেনসহ বেশ কয়েক মার্কিন আইনপ্রণেতা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar