ad720-90

শাওমি, হুয়াওয়ের ফোল্ডএবলে স্যামসাং প্যানেল


সম্প্রতি সাইড বারসহ মধ্যখান থেকে ভাঁজ খুলবে এমন ফোল্ডএবল পেটেন্ট করিয়েছে শাওমি। পেটেন্ট আবেদনটিতে ছয় ডিসেম্বর সম্মতি দেওয়া হয়েছে এবং ওই সম্পর্কে জানানো হয়েছে। নতুন ওই ফোল্ডএবলে ব্যবহার করা হতে পারে স্যামসাংয়ের প্যানেল। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

খসড়া চিত্রের বরাতে দেখা গেছে, ভাঁজ খোলার পর ফোল্ডএবল ওই ডিভাইসটি ট্যাবলেটের আকার পাবে। ডিভাইসটির পেছনের অংশে রাখা হয়েছে ক্যামেরা। আর সাইডবারে দেওয়া হয়েছে ফ্রন্ট ক্যামেরা। মি মিক্স আলফাতেও একইভাবে ক্যামেরা দেওয়া হয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে শাওমির ওই ফোল্ডএবল ডিভাইস। এদিকে, মেইট এক্স২ নামে ফোল্ডএবল স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের। এ বছরের তৃতীয় প্রান্তিকে চলে আসতে পারে ফোনটি।

ধারণা করা হচ্ছে, হুয়াওয়ের ফোনটিতে কিরিন ১০০০ প্রসেসরের দেখা মিলবে। ‘আইএফএ ২০২০’ অনুষ্ঠানে উন্মোচন করা হতে পারে ডিভাইসটি।

আইএএনএস উল্লেখ করেছে, স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের সঙ্গে মিল থাকবে মেইট এক্স নকশার। অর্থ্যাৎ, বাইরের দিকে নয়, ভেতরের দিকে ভাঁজ হবে ফোনটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar