ad720-90

জনপ্রিয় ই-কমার্স সাইট daraz.com.bd_তে প্রোডাক্ট রিটার্ন দেওয়ার পদ্ধতি!


বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে অন্যান্য সবকিছুর মত কেনাকাটাও এখন ডিজিটালের সাথে তাল মিলিয়ে চলেছে। অর্থাৎ আমি ই-কমার্স সাইটের কথা বলতেছি। তবে বাংলাদেশে বর্তমানে ই-কমার্স সাইটের মধ্যে ডারাজ বেশ জনপ্রিয়। যেখানে দৈনিক হাজার হাজার ক্রেতা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে থাকে। যেহেতু এখানে অনলাইনে কেনাকাটা করতে হয়, সেহেতু এখানে আপনার যাচাই বাচাইয়ের কোনো অপশন থাকে না। যার ফলে অনেকসময় আমাদের ক্রয়কৃত পণ্যটি আমাদের কাঙ্ক্ষিত পণ্যের মত হয় না। অর্থাৎ যে পণ্যটি ক্রয় করেছি, সেটি যেমন আশা করেছিলাম তেমন নয়। তখন কী করার? যেহেতু পণ্যটি আমার পছন্দ হয়নি, এখন সেটি কী করব। তখন এর একমাত্র সমাধান হলো ফেরত দেওয়া। তো ডারাজে ক্রয়কৃত পণ্যটি কিভাবে ফেরত দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েই আমার আজকের এই পোস্ট। আর হ্যাঁ, মনে রাখবেন এই বিষয়ের উপর এটিই প্রথম এবং একমাত্র পোস্ট। আমি অনলাইনে বিভিন্ন টেকনোলোজি সাইট ও ইউটিউবসহ সবকিছু খুঁজে দেখেছি, এই বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল নেই। তাই এটি প্রথম এবং একমাত্র পোস্ট। তো চলুন আজকের বিষয়ের উপর বিস্তারিত শুরু করা যাক।

ডারাজে আপনি যে পণ্যটি অর্ডার করলেন সেটি আপনার হাতে আসার পর যদি দেখেন যে, সেটি আপনার আশানুস্বরূপ হয়নি। তখন সেটিকে রিটার্ন বা ফেরত দিতে ডারাজ সাইটে ভিজিট করুন অথবা ডারাজ অ্যাপে প্রবেশ করুন। আর হ্যাঁ, মনে রাখবেন আপনার ক্রয়কৃত পণ্যটি হাতে আসার পর পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে আপনি পণ্যটি ফেরত দিতে পারবেন। এর অতিরিক্ত হয়ে গেলে কিন্তু পারবে না।

তারপর উপরের স্ক্রিনশটের মত Account এ ক্লিক করুন। তারপর আপনার ইমেইল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar