ad720-90

দাবানলের জন্য অস্ট্রেলিয়ান কৌতুকাভিনেতার রেকর্ড তহবিল


৩ জানুয়ারি তহবিল জোগাড় শুরু করেন বারবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তহবিল পেয়েছেন এই কৌতাকাভিনেতা– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

জোগাড় করা তহবিল যাবে পেইপাল গিভিং ফান্ডে। পরবর্তীতে দ্য ট্রাস্টি ফর এনএসডাব্লিউ রুরাল ফায়ার সার্ভিস অ্যান্ড ব্রিগেডস ডোনেশন ফান্ডকে এই তহবিল বণ্টন করবে প্রতিষ্ঠানটি। সাধারণত এই প্রক্রিয়ায় দুই সপ্তাহ থেকে তিন মাস সময় লাগে। তবে পেইপালের পক্ষ থেকে বলা হয়, তারা প্রক্রিয়াটি দ্রুত সারতে পদক্ষেপ নেবে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এই দাবানলের উৎপত্তি হয়। নভেম্বরে রাষ্ট্রীয় জরুরী অবস্থার ঘোষণা দেয় অস্ট্রেলিয়ান সরকার। তাপ এবং শুষ্ক আবহাওয়ার কারণে এই অঞ্চলের দেড় কোটি একর জমিতে আগুন ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই এতে অন্তত ২৪ জনের প্রাণহানী হয়েছে বলে জানানো হয়েছে।

আগুনের ধোঁয়ায় বায়ু দূষণের শিকার হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী। নিউ জিল্যান্ড থেকেও এই ধোঁয়া দেখা যাচ্ছে।

২০১৭ সালেই নিজস্ব তহবিল জোগাড়ের প্ল্যাটফর্ম চালু করে ফেইসবুক। চিকিৎসার বিল, দূর্যোগ এবং ব্যক্তিগত জরুরী প্রয়োজনে গ্রাহককে তহবিল জোগাড়ে সহায়তা করতেই চালু করা হয় এই প্ল্যাটফর্মটি।ইচবি/জানুয়ারি ১০/২০২০





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar