ad720-90

“নগদ”-এর সাথে লেকবাজার এর চুক্তি সম্পাদিত


লাস্টনিউজবিডি,১৫ জানুয়ারি: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ”-এর সাথে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম লেকবাজার ডট কমের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি “নগদ”-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

এ সময় “নগদ”-এর চিফ সেলস অফিসার (সিএসও) শেখ আমিনুর রহমান বলেন, “ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সহায়ক হিসেবে কাজ করছে “নগদ”। খুব অল্প সময়ে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে “নগদ” বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। এরই অংশ হিসেবে “নগদ” লেকবাজার ডটকমের সাথে চুক্তিবদ্ধ হয়ে মানুষের সেবা প্রদানের কাজে সম্পৃক্ততা বাড়াল।”

অনুষ্ঠানে “নগদ”-এর হেড অব বিজনেস মো: শিহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, লেকবাজার ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত, লেকবাজার ডট কমের অ্যাকাউন্ট ম্যানেজার মেহেদী হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।

মাত্র ১০ মাসের পথ চলায় “নগদ”-এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (প্রতি হাজারে ১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে “নগদ”।

লাস্টনিউজবিডি/আনিছ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar