ad720-90

স্যামসাং মোবাইলে নতুন প্রধান রো তায়ে-মুন


মোবাইল বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়ার পর ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির আইটি ও মোবাইল কমিউনিকেশন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করবেন কো।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী রো একজন “প্রকৌশল গুরু, যিনি ফোনের ফিচার নিয়ে অনেক সতর্ক।”

১৯৯৭ সালে স্যামসাংয়ে যোগ দেন রো। গ্যালাক্সি ডিভাইস লাইনআপের গবেষণা ও উন্নয়ন বিভাগের মূল কারিগরদের একজন তিনি।

হুয়াওয়ের মতো চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ভালো প্রতিযোগিতার লক্ষ্যে স্মার্টফোনের উৎপাদন আউটসোর্স করার মাধ্যমে খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো রো’র।

বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে এখনও শীর্ষে রয়েছে স্যামসাং। তবে সস্তা ও মাঝারি মূল্যের স্মার্টফোনে হুয়াওয়ে, ভিভো এবং অপো’র মতো প্রতিষ্ঠানগুলোর দিক থেকে তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

চীন এবং ভারতের মতো বাজারগুলোতে ব্যবসা বাড়ানোর পাশাপাশি ফোল্ডএবল স্মার্টফোনে সফলতা আনার লক্ষ্যেই নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রধানকে।

১১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে উন্মোচন ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২০-এর পাশাপাশি আরেকটি ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে পারে স্যামসাং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar