ad720-90

ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার আনলো টুইটার


গত বছরই টুইটার জানিয়েছিল যে এ ধরনের ইমোজি প্রতিক্রিয়া ফিচার পরীক্ষা করছে তারা। কিন্তু এবার  নিজেদের ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস’-এর সব ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে এসেছে তারা। ফিচারটির মাধ্যমে ডিরেক্ট মেসেজের সঙ্গে জুড়ে দেওয়া যাবে ইমোজি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

মেসেজের সঙ্গে ইমোজি জুড়ে দেওয়া মাত্র ডিরেক্ট মেসেজের সব অংশগ্রহণকারীরা একটি করে নোটিফিকেশন পাবেন। যারা টুইটারের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করছেন, তারা ভিন্ন আরেকটি মেসেজের মাধ্যমে ‘প্রতিক্রিয়া’ যোগ করার খবর পাবেন।

প্রতিক্রিয়া যোগ করতে ‘রিঅ্যাকশন’ বাটনে ক্লিক করলেই হবে। আর মেসেজে গিয়ে ডাবল ট্যাপ করে ইমোজি ‘পপ-আপ’ করা সম্ভব হবে। চাইলে মেসেজ থেকে কোনো প্রতিক্রিয়া সরিয়ে নেওয়াও সম্ভব হবে। প্রতিক্রিয়া সরিয়ে নিলে তা ডিরেক্ট মেসেজে থাকা সব অংশগ্রহণকারীদের জন্যও মুছে যাবে।

নিজেদের আইমেসেজ অপশনে প্রতিক্রিয়া দেওয়ার এরকম একটি ফিচার নিয়ে এসেছিল অ্যাপল। আইএএনএস উল্লেখ করেছে, টুইটারের ফিচারটির সঙ্গে ওই আইমেসেজ ফিচারের মিল রয়েছে। আগ্রহীরা টুইটারের ‘সাপোর্ট ওয়েবপেইজ’ থেকে নতুন ফিচারটি সম্পর্কে জানতে পারবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar