ad720-90

এআর ও ভিআর প্রযুক্তিতে অ্যাপলের নতুন পেটেন্ট


পেটেন্ট আবেদনটি ‘ফিঙ্গার ডিভাইসের’ বা ‘আঙুলের মাথায় থাকবে এমন ছোট যন্ত্রের’। আবেদনটি সম্পর্কে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস। বলা হয়েছে, ওই যন্ত্রের মাধ্যমে এআর ও ভিআর-এর বস্তু নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

ছোট ওই ডিভাইসটিতে থাকবে প্রচুর সংখ্যক সেন্সর। ‘ফোর্স সেন্সর’, ‘অপটিকাল সেন্সর’ এবং ‘আল্ট্রাসনিক সেন্সর’-এর সাহায্যে ব্যবহারকারী আঙুলের মাধ্যমে ঠিক কী করতে চাইছেন তা বুঝার চেষ্টা করবে ডিভাইসটি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, স্পিকারের ভলিউম বাড়ানো-কমানোর কথা। এই পন্থায় ব্যবহারকারীর সামনে ভেসে উঠবে ভার্চুয়াল ভলিউম বাটন যা আঙুল নাড়িয়ে বাড়াতে বা কমাতে পারবেন ব্যবহারকারী।          

পেটেন্ট আবেদন বলছে নখের সমান আকৃতি হবে ডিভাইসটির। আদৌ এরকম কোনো ডিভাইস অ্যাপল বানাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে, অ্যাপল যে এআর ও ভিআর প্রযুক্তি নিয়ে কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। গত বছর এআর ও ভিআর প্রযুক্তির জন্য ‘মিক্সড রিয়ালিটি হেডসেট’ পেটেন্ট করিয়েছিল প্রতিষ্ঠানটি।

পুরো বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar