ad720-90

বেজোসের ফোন হ্যাকিংয়ে ‘আইওএস’কে দুষছে ফেইসবুক


ফেইসবুক ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলসন এক টিভি সাক্ষাৎকারে দাবি করেছেন, ত্রুটিপূর্ণ অপারেটিং সিস্টেমের কারণেই হ্যাকিংয়ের কবলে পড়েছিল বেজোসের ওই ফোনটি। “এ বিষয়টি থেকে যা যা উঠে এসেছে, তার মধ্যে অন্যতম একটি হল ফোনের অপারেটিং সিস্টেমে লুকিয়ে থাকা ত্রুটি।” – বলেছেন মেন্ডেলসন। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

মেন্ডেলসন আরও জানান, তাদের একটি সেবা হ্যাকিংয়ের কাজে ব্যবহারের খবরটি ফেইসবুক বেশ গুরুত্বসহকারে নিয়েছে। তবে, হ্যাকিং নিয়ে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এদিকে, মেন্ডেলসনই প্রথম নন, এর আগে ফেইসবুকের জনসংযোগ বিভাগের প্রধান নিক ক্লেগ’ও আইফোনের অপারেটিং সিস্টেম ‘আইওএস’-এর দিকে আঙুল তুলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেগ বলেছিলেন, “শুনে মনে হচ্ছে তারা যেটাকে অপারেটিং, অপারেটিং, খোদ ফোন বলে থাকে, সেটিতে কোনো কিছু ছিল। বার্তা যখন পাঠানো হয় স্থানান্তরের সময় এমন কিছু ঘটতে পারে না কারণ এটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড।… আমার সন্দেহ ফোনের অপারেটিং সিস্টেম কোনো কিছুর মাধ্যমে আক্রান্ত হয়েছিল।”

পুরো বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আইফোন নির্মাতা মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar