ad720-90

করোনাভাইরাস: চীনে বন্ধ অ্যাপলের এক বিক্রয়কেন্দ্র


টিম কুক জানিয়েছেন, আক্রান্ত স্থানের টিম ও অংশীদারদের সঙ্গে খুব আন্তরিকভাবে কাজ করছে অ্যাপল। গত সপ্তাহ থেকে ব্যবসায়িক সফরও সীমিত করা হয়েছে। “পরিস্থিতি মাত্র শুরু হয়েছে এবং আমরা এখনও অসংখ্য ডেটা পয়েন্টের মাধ্যমে নজর রাখছি।”- বলেছেন টিম কুক। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

অ্যাপল প্রধান আরও বলেছেন, “গ্রাহক চাহিদা ও যোগানের প্রতি সম্মান রেখে বলছি, চীনে আমাদের একটি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছি এবং আমাদের বেশ কয়েকজন চ্যানেল অংশীদার নিজেদের বিক্রয়কেন্দ্র বন্ধ রেখেছে। বর্তমানে যে বিক্রয়কেন্দ্রগুলো সচল রয়েছে, সেগুলো খোলা রাখার সময়সীমাও কমিয়ে আনা হয়েছে।”

নিককেই এশিয়ান রিভিউ-এর তথ্য অনুযায়ী, চীনে অ্যাপলের উপস্থিতির উপর ৫০ লাখ কর্মসংস্থান নির্ভর করে। এর মধ্যে ১৮ লাখেরও বেশি সফটওয়্যার ও আইওএস ডেভেলপার রয়েছেন।

“আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি, প্রায়ই আমাদের বিক্রয়কেন্দ্র ভালোভাবে পরিষ্কার করছি, কর্মীদের গায়ের তাপমাত্রাও নজরে রাখা হচ্ছে। উহানের ভেতরে আমাদের বিক্রি কম হওয়ায় ওই অঞ্চলের বাইরের ‘রিটেইল ট্রাফিকে বিষয়টি প্রভাব ফেলেছে গত কয়েক দিনে।” – বলেছেন অ্যাপল নির্বাহী।

উল্লেখ্য, অ্যাপলের ৯০ শতাংশের বেশি পণ্য চীনেই সংযোজিত হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar