ad720-90

ব্রি ধান ৩৪ ও ব্রি ধান ৫০ নমুনা হস্তান্তর


নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশে সরু ও সুগন্ধি প্রিমিয়াম কোয়ালিটির এমন অনেক ধানের জাত রয়েছে যেগুলোর চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। গত রোববার ০২ ফেব্রুয়ারি  বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মহাপচিালক ড. মো. শাহজাহান কবীর ব্রি উদ্ভাবিত এই ধরনের দুটি জাতের চাল (ব্রি ধান৩৪ ও ব্রি ধান৫০) এর কিছু নমুনা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে উপহারস্বরূপ প্রেরণের উদ্দেশ্যে পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সামছুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যন ড. শেখ মো. বক্তিয়ারও উপস্থিত ছিলেন।

Bangladeshnowhasagood volumeoffineandpremiumqualityaromaticricewhichcanbeexportedabroadaftermeetingdomestic consumption.BRRI Director General Dr Md Shahjahan Kabir handed over somesamplesoftwosuchvarieties(BRRI dhan34 and BRRI dhan50) inventedby BRRI scientiststo Honorable Secretary of the Ministry of Foreign Affairs Mr Masud Bin Momen last Sunday (02.02.2020)  at his office aim to share the rice as a token gift to different Embassy/High Commissions in Dhaka. Director General of the SAARC and BIMSTEC, MoFA Md Shamsul Haque and Executive Chairman of Bangladesh Agricultural Research Council (BARC) Dr. Shaikh Mohammad Bokhtiar were also present on the occasion.





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar