ad720-90

হ্যাকিংয়ের কবলে নিনজা’র টুইটার অ্যাকাউন্ট


অ্যাকাউন্টটিতে অনুপ্রবেশের পর নিনজার টুইটার অনুসারীদের প্রভাবিত করা, ফোর্টনাইট তারকা টিফুয়ে’র সঙ্গে বিবাদ সৃষ্টি এবং বরখাস্ত হওয়া এক অ্যাকাউন্টের ব্যাপারে অভিযোগ জানানোর মতো কাজ শুরু করেছিলেন ওই হ্যাকার। হ্যাকারের হুমকি পেয়েছিলেন নিনজার স্ত্রী জেসিকা বেলভিনসও। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

তবে, নিনজা পত্নী জেসিকা তাতে মোটেও ঘাবড়ে যাননি। উল্টো হ্যাকারকে এক হাত নেন তিনি। পরে সরাসরি জানিয়ে দেন যে “পাঁচ মিনিটের বেশি টিকতে পারেননি” ওই হ্যাকার।

হ্যাকার প্রশ্নে জেসিকা বেলভিনসের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেছে এনগ্যাজেট।

অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় খুব একটা ঘাবড়াননি নিনজাও। এ বিষয়ে তেমন একটা উচ্চবাচ্য করেননি তিনি। শুধু হ্যাকারের করা টুইটগুলো মুছে দিয়েছেন তিনি। পরে এক ভিডিওতে নিনজা বলেন, “প্রতিবারই একই ঘটনা।” উল্লেখ্য, এর আগেও হ্যাতিয়ে নেওয়া হয়েছিল নিনজার সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট।

সেবার অবশ্য হ্যাকারদের কবলে পড়েছিল নিনজার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি। স্ক্যামাররা সফলভাবে হাতিয়ে নিতে পেরেছিল ফোর্টনাইট তারকার ওই অ্যাকাউন্টটি। সে ঘটনাটি গত বছরের জুলাইয়ের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar